ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরার পাঁচপাড়ায় ঘোড়দৌড় প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২১, মে ৩১, ২০২৩
সাতক্ষীরার পাঁচপাড়ায় ঘোড়দৌড় প্রতিযোগিতা

সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটার পাঁচপাড়া মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) বিকেলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৩০টি ঘোড়া অংশ নেয়।

পাঁচপাড়া মাঠ থেকে শানতলা গ্রাম পর্যন্ত এই প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষ ভিড় করেন।

প্রতিযোগিতায় প্রথম হয়ে ফ্রিজ জিতে নেয় নড়াইলের লোহাগড়ার লাকী-৭ ঘোড়া। দ্বিতীয় হয়ে এলইডি টিভি জিতে নেয় খুলনার বটিয়াঘাটার টাইগার ঘোড়া। আর তৃতীয় হয়ে বাই-সাইকেল জিতে নেয় যশোরের অভয়নগরের একটি ঘোড়া।

পরে পূর্ব পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগ নেতা ইস্কান্দর হোসেন বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা মান্নান খাঁ, আফজাল খাঁ, রেজাউল ধাবক, মাসুম বিল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা, মে ৩১, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।