ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোসাইরহাটে নারীসহ ২ মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জুন ৫, ২০২৩
গোসাইরহাটে নারীসহ ২ মাদক কারবারি আটক

শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাটে ১ হাজার ৮০৭টি ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ মাদক সম্রাজ্ঞী রিনা ঢালী এবং পৃথক একটি অভিযানে ১১টি ইয়াবা ট্যাবলেটসহ ইখতিয়ার উদ্দিন সানজিদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (০৫ জুন) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার ভোরে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোসাইরহাট থানা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গোসাইরহাটের পট্টি এলাকা থেকে রিনা ঢালী নামে এক নারী এবং পৃথক একটি অভিযানে কোদালপুর ইউনিয়নের আল্লাদীর মোড় থেকে ইখতিয়ার উদ্দিন সানজিদ নামে এক যুবককে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরাট সার্কেল আবু সাঈদ বলেন, গোসাইরহাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জুন ০৫, ২০২৩ 
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।