ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় পৃথক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জুন ৭, ২০২৩
ফতুল্লায় পৃথক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক ঘটনায় মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুন) বিকেলে ফতুল্লার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ও বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- শাহ আলম, ছালেহা বেগম (৭০) ও তার ছেলে আবদুর রহিম (২৯)।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরির্দশক (তদন্ত) মহসিন জানান, বুধবার (৭ জুন) বিকেল ৪টার দিকে অজ্ঞাতনামা এক মোটরসাইকেল আরোহী ক্রেনের চাপায় নিহত হন। পরে তার পরিচয় পাওয়া যায়। তার নাম শাহ আলম।  

অপরদিকে এদিন (৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লার ভোলাইল গেউদ্দার বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছালেহা বেগম (৭০) ও তার ছেলে আবদুর রহিমের (২৯) মৃত্যু হয়। নিহত ৩ জনের মরদেহ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ৭, ২০২৩
এমআরপি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।