ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

চায়ের দোকানে ১৫ লাখ টাকা ফেলে গেলেন ব্যবসায়ী!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, জুন ১১, ২০২৩
চায়ের দোকানে ১৫ লাখ টাকা ফেলে গেলেন ব্যবসায়ী!

নীলফামারী: ১৫ লাখ টাকাভর্তি ব্যাগ সঙ্গে নিয়ে চায়ের দোকানে বসলেন ব্যবসায়ী। চা-পানের পর ভুলে ব্যাগ রেখেই চলে এলেন তিনি।

মনে পড়তেই দোকানে ফিরে দেখেন ব্যাগ হাওয়া। এরপর জাতীয় জরুরিসেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহযোগিতা চান ওই ব্যবসায়ী।

আর খবর পেয়েই অনুসন্ধানে নেমে ব্যাগ হারানোর ৪ ঘণ্টার মধ্যে সফল হয় পুলিশ। ওই চায়ের দোকানের মালিক জবেদ আলীর বাড়ি থেকে টাকাভর্তি ব্যাগটি উদ্ধার করা হয়।

শনিবার (১০ জুন) ঘটনাটি ঘটেছে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কানাইকাটা এলাকায়।  

ভুলোমনা ওই ব্যবসায়ীর নাম মো. রফিকুল ইসলাম। তার বাড়ি বগুড়ার ধুনটে। তিনি ওই উপজেলার চৌকিবাড়ি এলাকার মৃত আমীর হামজার ছেলে। নীলফামারী এলাকায় ভুট্টা কিনতে ১৫ লাখ টাকা সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি।

শনিবার এসব তথ্য নিশ্চিত করেছে নীলফামারী সদর থানা পুলিশ।

তারা জানায়, সকাল ১১টার দিকে ওই ব্যবসায়ী জাতীয় জরুরিসেবা ৯৯৯–এ ফোন করে ব্যাগ হারিয়ে যাওয়ার কথা জানান। তার ব্যাগে ১৫ লাখ টাকাসহ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল। তথ্য পাওয়ামাত্র নীলফামারী সদর থানার মোবাইল টিমের দায়িত্ব থাকা এসআই রনি কুমার পাল কয়েকজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিক বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেন।

বিকেল ৩টার দিকে চায়ের দোকানি জবেদ আলীর বাড়িতে টাকার ব্যাগটি পাওয়া যায়।

শনিবার সন্ধ্যায় ব্যবসায়ী রফিকুল ইসলামের হাতে টাকার ব্যাগটি তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরুল।  

এ সময় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার, পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র মণ্ডলসহ থানার সব পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।