ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

১৪৪ বোতল ফেনসিডিলসহ আটক পাঁচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, জুন ১৫, ২০২৩
১৪৪ বোতল ফেনসিডিলসহ আটক পাঁচ

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে ১৪৪ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি চক্রের হোতা মো. মিজান ও তার চারজন সহযোগীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

বৃহস্পতিবার (১৫ জুন) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক অন্যরা হলেন মো. জুয়েল, মো. বেলায়েত হোসেন, মো. জাহিদ ইসলাম ও মো. সোহাগ।

র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, আটকরা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের সীমান্ত এলাকা থেকে অভিনব পন্থায় ফেনসিডিলের চালান এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। তাদের মাদক কারবারের একাধিক সিন্ডিকেট রয়েছে, এসব সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চলমান।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।