বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অবৈধপথে আনা ৭৫টি গরু জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (২০ জুন) রাত ১১টা থেকে ২১ জুন সকাল ৯টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ির বড়বিল গর্জনিয়া এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে গরুগুলো জব্দ করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ এবং অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়ন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বিজিবি সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু আনা বন্ধ করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
বিজিবি আরও জানায়, জানুয়ারি মাসের শুরু থেকে এ পর্যন্ত অবৈধপথে মিয়ানমার থেকে আনা অনেকগুলো গবাদিপশু জব্দ করা হয়েছে। পরে পশুগুলো নিলামের মাধ্যমে প্রায় ২৪ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এসআই