ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ডামুড্যায় ঘরে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
ডামুড্যায় ঘরে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

শরীয়তপুর: জেলার ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রামরায়ের কান্দি গ্রামে নিরব মাদবর নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টার সময় ওই যুবকের নিজ কক্ষ থেকে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিরব মাদবর দারুল আমান ইউনিয়নের চর রামরায়ের কান্দি গ্রামের রাজা মাদবরের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বাড়ির সবার সঙ্গে রাতের খাবার খেয়ে নিরব তার ঘরে ঘুমাতে যান। মাঝরাতে পরিবারের সদস্যরা দেখতে পান নিরব ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে। পরে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডামুড্যা থানার ওসি শেখ শরীফুল আলম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।