ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

 

মঙ্গলবার (২৮ জুন) রাত ১২টা ২৫ মিনিটে শাহজাহান রোডের একটি ১১তলা ভবনের ৫তলায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, মোহাম্মদপুরের শাহজাহান রোডের রেসিডেন্সিয়াল কলেজের বিপরীতে একটি ভবনে আগুনের সংবাদ পাওয়া যায়। প্রথমে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে ৪টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।