ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিমানের ফিরতি হজ ফ্লাইট শুরু ৩ জুলাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
বিমানের ফিরতি হজ ফ্লাইট শুরু ৩ জুলাই

ঢাকা: আগামী ৩ জুলাই থেকে শুরু হচ্ছে বিমানের ফিরতি হজ ফ্লাইট। সংস্থার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত হজযাত্রীদের নিরাপদে পুণ্যভূমিতে পৌঁছে দেওয়ার পবিত্র দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছে। এ বছর বিমানের প্রি-হজের শেষ ফ্লাইট বিজি৩৩৫ গত ২২ জুন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ২৬২ জন হজযাত্রী নিয়ে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রার মাধ্যমে বিমানের প্রি-হজ কার্যক্রম শেষ হয়েছে। আগামী ৩ জুলাই ভোর ৬টা ৫ মিনিটে প্রথম ফিরতি হজ ফ্লাইট সম্মানিত হাজিদের নিয়ে ঢাকায় অবতরণ করবে।

বিমান সূত্রে জানা গেছে, এ বছর ১৬০টি ফ্লাইটের মাধ্যমে বিমান সর্বমোট ৬১ হাজার ১৫১ জন হজযাত্রীকে পবিত্র ভূমি সৌদি আরবে পৌঁছে দিয়েছে। হজযাত্রী পরিবহনে সম্পূর্ণ নিজস্ব উড়োজাহাজ ব্যবহৃত হয়েছে। গত ২১ মে থেকে বিমানের প্রাক হজ ফ্লাইট শুরু হয়। এ বছর বিমান ছাড়াও সৌদিভিত্তিক এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে হজযাত্রীদের বহন করে।

এ বছর বাংলাদেশ থেকে হজে যাওয়ার জন্য ১ লাখ ২৭ হাজার জন অনুমোদন পান। হজ প্যাকেজের খরচ প্রায় দ্বিগুণ করায় নিবন্ধনের জন্য কয়েক দফায় বাড়িয়েও সম্ভাব্য হজযাত্রীদের কাছ থেকে প্রয়োজনীয় সংখ্যায় সাড়া পাওয়া যায়নি। মঙ্গলবার (২৭ জুন) থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
এমকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।