ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেক বার্ন ইউনিটের পঞ্চম তলায় অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
ঢামেক বার্ন ইউনিটের পঞ্চম তলায় অগ্নিকাণ্ড

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের পঞ্চম তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টার দিকে পঞ্চম তলায় এক চিকিৎসকের রুমে এসির শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ইন্সপেক্টর মো. ইউনুস জানান, একজন চিকিৎসকের বন্ধ রুমে এসির শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে আগুন তেমন ছড়িয়ে না পড়লেও ধোঁয়া ছড়িয়ে পড়ে। ধোঁয়া মেশিন দ্বারা বের করা হচ্ছে।  

এদিকে ঘটনাস্থল থেকে অনেকেই জানান, চিকিৎসকের রুম বন্ধ ছিল। তিনি ছুটিতে ছিলেন। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে আগুন নির্বাপণের চেষ্টা করা হয়। এর কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিস চলে আসে। এ সময় পাঁচ তলায় থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই চিৎকার-চেঁচামেচি করে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখা যায়।

মাথায় ফোড়াজনিত সমস্যার কারণে কুমিল্লা থেকে আসা হুমায়ুনকে (৫২) বার্ন ইউনিটের পঞ্চম তলায় করা ভর্তি হয়। তার স্ত্রী ওয়াজেবা বলেন, আগুনের কারণে যখন পুরো ওয়ার্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তখন অন্যান্য রোগীদের মতো আমাদেরও কলিজা কাঁপতে থাকে। সঙ্গে সঙ্গে মাথায় ব্যান্ডেজ থাকা অবস্থায় স্বামীকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসি। আমাদের মতো অনেক রোগীই নিচে নামে।  

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।