ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে আগাম ঈদ উদযাপন করছে ৫ হাজার পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
বরিশালে আগাম ঈদ উদযাপন করছে ৫ হাজার পরিবার

বরিশাল: পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখার ওপর নির্ভর করে বরিশাল মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলায় প্রায় পাঁচ হাজার পরিবার আজ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে। আর বিভাগে এর সংখ্যা ২০ হাজারেরও বেশি।

বুধবার (২৮ জুন) সকল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরপর নিয়ম মেনে শুরু হয় পশু কোরবানি।  

বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিণাফুলিয়া চৌধুরী বাড়ি শাহ-মমতাজিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু জাফর বলেন, আমরা হচ্ছি কাদেরিয়া-চিশতিয়া জাহাগিরিয়া মমতাজিয়া তরিকতের মুরিদ। আমরা সৌদি আরবের সঙ্গে ঐক্যবদ্ধভাবে মিল রেখে কোরবানি করি এটা নয়, মূলত সারা বিশ্বকে আরবি তারিখ মানতে হবে। ওই হিসেবে আরবি তারিখ মেনে সারা বিশ্বের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ শেষ করলাম। এরপর পশু কোরবানি করছি।

বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী হাজি বাড়ি শাহসুফি জাহাগিরিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন বলেন, ২৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাগরদী, তাজকাঠীসহ আশপাশের প্রায় ৫০০ পরিবার আজ ঈদ আজহা পালন করছে।  

তিনি বলেন, হাজি বাড়ির জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।

আমির হোসেন বলেন, আজ তাদের ওয়ার্ডের যেসব পরিবার ঈদ পালন করবে তারা চট্টগ্রামের চন্দনাইশের জাহগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী।  

তাজকাঠী হাজি বাড়ি শাহসুফি জাহাগিরিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান মিঠু জানান, বরিশাল নগরের সাতটি মসজিদ, বাবুগঞ্জের রাকুদিয়া, নলছিটির দপদপিয়া, পটুয়াখালীর বাউফল, বগা ও রাঙ্গাবালী এবং বরগুনার ডাবুয়াসহ বিভাগের কমপক্ষে ৭৩টি মসজিদে আজ ঈদুল আজহার জামাতের আয়োজন করা হয়েছে।  

ঈদ জামাত শেষে তারা মহান সৃষ্টিকর্তার নামে পশু কোরবানিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করছেন। এভাবে বিভাগের অন্তত ২০ হাজার পরিবারের ১ লাখ মানুষ আজ আগাম ঈদ উদযাপন করবেন।

জেলার বাবুগঞ্জ উপজেলায় চন্দনাইশ দরবার শরীফের উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী রয়েছে বলে জানিয়েছেন উপজেলার খানপুরা গ্রামের আব্দুর রশীদ শিকদার স্মৃতি জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।  

তিনি বলেন, বাবুগঞ্জের খানপুরা, কেদারপুর, মাধবপাশাসহ পাঁচ থেকে ছয়টি গ্রামের এক হাজারের বেশি পরিবারে আজ ঈদ উদযাপিত হচ্ছে।  

চট্টগ্রামের চন্দনাইশের জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী মমিন উদ্দিন কালু, আমির হোসেন ও নজরুল ইসলাম বলেন, জেলার মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং, লাহারহাট গ্রামের চন্দনাইশ দরবারের প্রায় দুই হাজার অনুসারী রয়েছেন। তারাও আজ ঈদুল আজহা উদযাপন করছেন।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।