ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বৃষ্টিস্নাত ঈদের সকাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
রাজধানীতে বৃষ্টিস্নাত ঈদের সকাল ছবি: শোয়েব মিথুন

ঢাকা: পবিত্র ঈদুল আজহার দিন সকাল থেকে রাজধানীতে বৃষ্টি পড়ছে। প্রস্তুতি ছিল বলেই বৃষ্টির মধ্যেই নির্বিঘ্নে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও সূচি অনুযায়ী ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। এলাকাভিত্তিক মসজিদগুলোতে নামাজ আদায় করেছেন মুসল্লিরা।  

তবে বৃষ্টি বাগড়া দিয়েছে পশু কোরবানিতে। বৃষ্টির কারণে খোলা জায়গায় কোরবানি দিতে না পারায় অনেকেই বাসা বাড়িতে নিচতলার খোলা জায়গায় পশু কোরবানি করছেন।

আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল ঈদের দিন বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হবে। এদিন ভোর থেকে বৃষ্টি শুরু হয়। থেমে থেমে বৃষ্টি হচ্ছে ঢাকায়। বৃষ্টির কারণে মুসল্লিদের ঈদ জামাতে আসতে এবং যেতে ভোগান্তি পোহাতে হয়েছে। তাই প্রায় সবারই হাতে ছিল ছাতা। কিন্তু মুষলধারে বৃষ্টিতে তা খুব বেশি কাজে দেয়নি। বৃষ্টির কারণে রাস্তায়ও খুব বেশি মানুষ বের হননি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিবজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
এমআইএইচ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।