ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বকশিশের আশায় ঈদের দিনেও চলছে বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
বকশিশের আশায় ঈদের দিনেও চলছে বাস ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ঈদের দিন বেলা গড়াতেই বাসের দেখা মিলেছে রাজধানীতে। অন্য সময়ের তুলনায় বাড়তি ভাড়া হিসেবে বকশিশ চেয়ে নিচ্ছে বাসের সহকারীরা।

যাত্রীরা খুশি মনে দিচ্ছে।

কারণ অন্যদিন যে রাস্তায় রিকশা ভাড়া ৩০ টাকা ঈদ উপলক্ষে বেড়ে হয়েছে দ্বিগুণ। তাই সাধারণ মানুষের ভরসা সে বাসই।

বৃহস্পতিবার(২৯ জুন) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এ চিত্র দেখা গেছে।  

রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে মিরপুর রোডে মিরপুর লিংক, এয়ারপোর্টের দিকে ভিআইপি ও বিকাশ পরিবহন চলছিল।  

আর এলিফ্যান্ট রোডে গুলিস্তানের দিকে চলছিল সাভার পরিবহন, মেঘলা পরিবহন। আর কমলাপুর, খিলগাঁও'য়ের দিকে চলছিল মিডলাইন, বাহন পরিবহন।  

বাংলানিউজের এ প্রতিবেদক এলিফ্যান্ট রোড থেকে তরঙ্গ পরিবহনের একটি বাসে আবুল হোটেলের মোড়ে নামেন। অন্য সময়ে ১৫-২০ টাকা ভাড়া নিলেও এদিন ৩০ টাকা দাবি করলেন বখশিশ হিসেবে।

অন্যদের কাছেও বকশিশ হিসেবে ১০ করে বেশি নিচ্ছিলেন বাসের সহকারী।  

বাসের সহকারী আলম বলেন, অন্যদিনের তুলনায় মোটেই যাত্রী নেই। একটু বেশি না নিলে তো তেলের খরচও উঠবে না।

বাসের যাত্রী শাহরিয়ার হোসেন বলেন, বাসে আমরা কেবল ৫-৬ যাত্রী। হুড়োহুড়ি নেই, বাস চলতেছে মোটামুটি গতিতে। রিকশায় সায়েন্স ল্যাব থেকে রামপুরা যেতে ১২০ টাকা লাগতো কমপক্ষে, বাসে ৩০ টাকা দিচ্ছি। ১-২ দিন একটু বেশি ভাড়া দিলেও বাস যে পাচ্ছি সেটিই তো ভাগ্য ভালো।  

রাজধানীর অন্যান্য রুটেও বাসের দেখা মিলেছে, গুলিস্তান থেকে এয়ারপোর্ট, গাজীপুর ও সায়েদাবাদে যাওয়ার জন্যে গাজীপুর পরিবহন, ভিক্টর ক্লাসিকসহ একাধিক বাসের দেখা মিলেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
এনবি/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।