ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দৃষ্টিনন্দন সড়ক বাতিতে আলোকিত বান্দরবান পৌরসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
দৃষ্টিনন্দন সড়ক বাতিতে আলোকিত বান্দরবান পৌরসভা

বান্দরবান: দৃষ্টিনন্দন সড়ক বাতিতে আলোকিত করা হচ্ছে বান্দরবান পৌরসভা।  

বুধবার (২৮ জুন) বান্দরবান পৌরসভা প্রাঙ্গণে সুইচ চেপে ও ফলক উন্মোচন করে দৃষ্টিনন্দন সড়ক বাতির শুভ উদ্বোধন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর উদ্বোধন করেন।  

উদ্বোধনের পরপরই নতুন রূপে আলোকিত হয়ে ওঠে বান্দরবান পৌরসভা থেকে সদর থানা পর্যন্ত সড়কের দুইপাশ। অনন্য রূপ পায় রাতের পর্যটন নগরী বান্দরবান, যেন সড়কে রাজকীয় আলোতে মুগ্ধ বান্দরবানবাসী।

উদ্বোধনকালে বান্দরবান জেলা প্রশাসক (ডিসি) ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম, আঞ্চলিক পরিষদের সদস্য মো. শফিকুর রহমান, পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) সৌরভ দাশ শেখর, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাসসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন জেলা বান্দরবান। আর বান্দরবান পৌরসভার সড়কের দুইপাশে দৃষ্টিনন্দন আকর্ষণীয় সড়কবাতি স্থাপনের ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকরা রাতের বান্দরবানে ঘুরে বিমোহিত হবে।  

তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আর বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন সাধিত হচ্ছে এবং স্মার্ট রূপ ধারণ করছে পুরো বাংলাদেশ।

বান্দরবান পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) সৌরভ দাশ শেখর জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ সহায়তা বান্দরবান পৌরসভার বাস্তবায়নে বাসস্ট্যান্ড থেকে সার্কিট হাউজ পর্যন্ত প্রাথমিকভাবে ১৫০টি আর্কষণীয় সড়কবাতি স্থাপন করা হবে এবং পরবর্তী সময়ে পুরো বান্দরবান পৌরসভা এলাকায় দৃষ্টিনন্দন এই আধুনিক সড়কবাতি স্থাপন করা হবে।  

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।