ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে ইয়াবা-গাঁজাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
বোয়ালমারীতে ইয়াবা-গাঁজাসহ আটক ১

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজার থেকে ২৭টি ইয়াবা ট্যাবলেট ও ৬০ গ্রাম গাঁজাসহ মিজানুর রহমান মিদু (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  

এ ঘটনায় উপজেলার ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার (২৯ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

মামলা নম্বর ২২।  

আটক মিজানুর রূপাপাত গ্রামের হারুন শেখের ছেলে।

এসআই কবির হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার (২৮ জুন) বিকেলে রূপাপাত বাজার থেকে ২৭টি ইয়াবা ও ৬০ গ্রাম গাঁজাসহ মিজানুরকে আটক করা হয়। মিজানুর একজন মাদক কারবারি। তিনি মাদক সেবন এবং বেচা-কেনা করেন বলে তথ্যে ছিল। মিজানুরের নামে মাদক উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।