ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গল থেকে ঈদ করতে বরিশালে এসে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
শ্রীমঙ্গল থেকে ঈদ করতে বরিশালে এসে মৃত্যু

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার টরকীতে ভায়রার বাড়িতে ঈদ উদযাপন করতে এসে লাশ হয়ে ফিরলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা আমান সরদার (৫৫)।

বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিন সকালে উপজেলার টরকী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

নিহত আমান সরদার সিলেটের শ্রীমঙ্গল এলাকার মৃত মোহন সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে টরকী বন্দরের ব্যবসায়ী মামুন সিকদারের নির্মাণাধীন ভবনের নিচের ফ্লোর পরিষ্কার করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আমান। উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্লাবন হালদার তাকে মৃত ঘোষণা করেন।

আমানের ভায়রা সামসুল হক বলেন, ফ্লোর ঝাড়ু দেওয়ার সময় অসাবধনতায় বৈদ্যুতিক তার আমানের পায়ে জড়িয়ে পড়ে। তাকে উদ্ধার করতে গিয়ে আমিও বিদ্যুৎস্পৃষ্ট হয়েছি।

গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, টরকী এলাকার বাসিন্দা সামসুল হকের বাসায় ঈদ উদযাপন করতে এসেছিলেন তার ভায়রা আমান সরদার। কোরবানির গরু কাটার জন্য বন্দরের ব্যবসায়ী মামুন সিকদারের নির্মাণাধীন ভবনের নিচে ফ্লোর পরিস্কার করতে যান আমান। অসাবধানতায় বিদ্যুতের তার জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিদর্শক হেলাল আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।