ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ছিনতাইকারীদের হাতে নিহত পুলিশ সদস্যের বাড়িতে শোকের মাতম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
ছিনতাইকারীদের হাতে নিহত পুলিশ সদস্যের বাড়িতে শোকের মাতম

শেরপুর: ঈদের ছুটি শেষে শেরপুরের শ্রীবরদী থেকে ঢাকার মোহাম্মদপুর থানায় যাওয়ার পথে ফার্মগেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান মনির।  

এ খবরে মনিরুজ্জামান মনিরের বাড়িতে চলছে শোকের মাতম।

এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মনিরুজ্জামান মনির শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া তালুকদার বাড়ীর বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম তালুকদারের ছেলে। তিনি ঢাকার মোহাম্মদপুরে ট্রাফিক পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী রুমি বেগম, দুই ছেলে সন্তান আব্দুল্লাহ (৪) ও আব্দুর রহমান (১) রয়েছে।

স্ত্রী সন্তানের সঙ্গে ঈদ করার জন্য তিনি ২৮ জুন ঢাকা থেকে তিন দিনের ছুটিতে বাড়ি এসেছিলেন। তাই ঈদের পরদিন ৩০ জুন রাতে বাড়ি থেকে ঢাকায় কর্মস্থলের উদ্দেশে বেরিয়ে পড়েন। ১ জুলাই শনিবার বাড়িতে খবর আসে রাজধানীর ফার্মগেট এলাকায় ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন। কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত জানা যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

স্ত্রী রুমি বেগম বারবার মূর্ছা যাচ্ছে। তিনি (রুমি) বলেন, তার এখন কি হবে। অবুঝ দুই ছেলে আব্দুল্লাহ আর রহমানের এখন কি হবে। তাদের কে দেখবে। আমার স্বামীকে যারা মেরেছে আমি তাদের ফাঁসি চাই। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ব্যাপারে এলাকার শাহ জামাল বলেন, ছেলেটা খুব ভালো ছিল। তার এরকমভাবে মৃত্যুতে আমরা খুব কষ্ট পেয়েছি। এখন তার বউ বাচ্চাদের কি হবে। সরকারের কাছে এ হত্যাকাণ্ডের বিচার ও তার পরিবারের দিকে নজর দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।