ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘বর্তমানে কোন বীর মুক্তিযোদ্ধা সরকারি চাকরিতে নেই’ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
‘বর্তমানে কোন বীর মুক্তিযোদ্ধা সরকারি চাকরিতে নেই’ 

ঢাকা: বর্তমানে কোন বীর মুক্তিযোদ্ধা সরকারি চাকরিতে বিধি অনুযায়ী কর্মরত নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার (৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের লিখিত উত্তরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কথা জানান।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

মঙ্গলবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

আ ক ম মোজাম্মেল হক বলেন, এ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী বীর মুক্তিযোদ্ধার সর্বশেষ জন্ম তারিখ ৩০-০৫-১৯৫৯। সে অনুযায়ী একজন বীর মুক্তিযোদ্ধার বিধি মোতাবেক চাকরিকাল হবে ৩০ মে, ২০১৯ সাল পর্যন্ত। বর্তমানে কোন বীর মুক্তিযোদ্ধা সরকারি চাকরিতে বিধি অনুযায়ী কর্মরত নেই। এ মন্ত্রণালয়ের বয়স সংক্রান্ত গত ১৭-০১-২০১৮ তারিখের ২৫ নম্বর পবিপত্র (কপি সংযুক্ত)।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০- এর নির্দেশনা অনুসরণে তাদের সম্মানি ভাতা পরিচালনা করা হয়ে থাকে। ওই আদেশে এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.molwa.gov.bd or ff.molwa.gov.bd), সমন্বিত তালিকাভুক্ত MIS ধারী বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়। চাকরি বা চাকরিরত নয়, এমন সব বীর মুক্তিযোদ্ধাদের জীবিতকাল পর্যন্ত এবং মৃত্যুর পর ওয়ারিশ স্ত্রী ও সন্তানরা ভাতা প্রাপ্য হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।