ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেঘনায় ডুবোচরে ধাক্কা লেগে লঞ্চে ফাটল, ১৫০ যাত্রী উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
মেঘনায় ডুবোচরে ধাক্কা লেগে লঞ্চে ফাটল, ১৫০ যাত্রী উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে ডুবোচরে ধাক্কা লেগে এমভি ফারহান-৩ নামে একটি লঞ্চের তলা ফেটে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।

তাৎক্ষণিকভাবে  টহলে থাকা কোস্টগার্ডের একটি দল লঞ্চটির ১৫০ যাত্রীকে উদ্ধার করে।  

বুধবার (৫ জুলাই) দুপুরে হাতিয়া থেকে ঢাকা যাওয়ার পথে মেঘনা নদীর বদনার চর সংলগ্ন ডুবোচরে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

কোস্টগার্ড ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রী নিয়ে লঞ্চটি হাতিয়ার তমরুদ্দি ঘাট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে মেঘনা নদীর মাঝের চর এলাকায় পৌঁছালে ডুবোচরে ধাক্কা খেয়ে লঞ্চটির তলায় ফাটল ধরে যায়। এসময় কোস্টগার্ডের একটি টহল দল যাত্রীদের চিৎকার শুনে তাদের নিরাপদে উদ্ধার করে হাতিয়ার তমরুদ্দি এবং ভোলার মনপুরায় নামিয়ে দেয়।


কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।