ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হিজড়া সেজে চিকিৎসকের মোবাইল চুরি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
হিজড়া সেজে চিকিৎসকের মোবাইল চুরি

ঢাকা: হিজড়া না হয়েও হিজড়া সেজে হাসপাতাল থেকে মোবাইল চুরির অভিযোগে শাহিনুর (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় মিরপুরের ১১ নম্বর সেকশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি জানান, শাহিন হিজড়া সেজে ঘুরলেও আসলে তিনি হিজড়া নন। তিনি একজন পুরুষ। চুরির সুবিধার্থে তিনি হিজড় সেজে ঘুরে বেড়ান।

গ্রেপ্তার শাহিন ঝালকাঠি জেলার নলছিটি থানার বিটনা গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে।

শুক্রবার তিনি গুরুতর অসুস্থতার ভান করে হিজড়া সেজে কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন। আর্থিকভাবে অসচ্ছল ও হিজড়া দেখে চিকিৎসকরা বিনামূল্যে তার চিকিৎসার ব্যবস্থা করেন।

ডাক্তারের পরামর্শ নিয়ে শাহিন চলে গেলে কর্তব্যরত চিকিৎসক তারিফুল ইসলাম দেখেন তার মোবাইল ফোনটি নেই। আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন হিজড়া সেজে চিকিৎসা নিতে আসা শাহিনই তার মোবাইল নিয়ে পালিয়ে গেছেন।  

শনিবার ওই চিকিৎসক মিরপুর থানায় গিয়ে অভিযোগ করলে পল্লবী থানা এলাকা থেকে শাহিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ এবং স্থানীয় হিজড়া নেতৃবৃন্দ এসে নিশ্চিত করেন শাহিন হিজড়া নন, তিনি পুরুষ। চুরি করতেই তিনি এই হিজরার বেশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।