ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জনজীবনে সংকট উত্তরণে বৃক্ষরোপণের বিকল্প নেই: স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
জনজীবনে সংকট উত্তরণে বৃক্ষরোপণের বিকল্প নেই: স্পিকার

ঢাকা: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে জনজীবনে সৃষ্ট সংকট উত্তরণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার (১৭ জুলাই) সংসদ ভবনের ‘পার্লামেন্ট মেম্বার্স ক্লাব’ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে স্পিকার এ কথা বলেন।



এ কর্মসূচি উদ্বোধনকালে স্পিকার বলেন, বৃক্ষরোপণ জাতীয় সংসদের একটি ধারাবাহিক কর্মসূচি কারণ পরিবেশ সংরক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব জনজীবনকে প্রভাবিত করছে এবং জীবনকে সংকটের মুখে ফেলছে। এ সংকট থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বৃক্ষরোপণ পরিবেশে অক্সিজেনের ভাণ্ডার তৈরি করে।  এ সময় তিনি পরিবেশ সুরক্ষিত রাখতে সবাইকে বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান। এ কর্মসূচিতে স্পিকার একটি আম, একটি কাঠগোলাপ ও গাছের চারা রোপণ করেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, হুইপ মো. আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপিসহ সংসদ সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেন।  এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।