ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চলন্ত অবস্থায় দমকলের গাড়িচালকের মৃত্যু: নিহত অপর জনের পরিচয় মিলল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
চলন্ত অবস্থায় দমকলের গাড়িচালকের মৃত্যু: নিহত অপর জনের পরিচয় মিলল নারায়ণগঞ্জের চাষাড়া এলাকা। ছবি: সংগৃহীত

ঢাকা: নারায়ণগঞ্জ ফতুল্লায় আগুন নেভাতে যাওয়ার সময় চাষাড়া এলাকায় চলন্ত অবস্থায় দমতকল বাহিনীর (ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যায়।  

ঘটনার সময় ফায়ার সার্ভিসের গাড়ি কয়েকটি যানবাহনকে চাপা দিলে অপর একজন মারা যায়।

 নিহতের নাম সিরাজুল ইসলাম (৪৫)। তিনি মিশুকরিকশা চালক ছিলেন।

মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরের দিকে সিরাজুলকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা পরে তাকে মৃত ঘোষণা করেন।  

চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছে। সিরাজুলকে ব্রডডেট দেখানো হয়েছে।

সিরাজুলকে হাসপাতালে  নিয়ে আসা অপর মিশুকচালক মো. সোহেল জানান, আনুমানিক বেলা ১১টার দিকে ফতুল্লা চাষাড়া এলাকায় ফায়ার সার্ভিসের একটি গাড়ি দুটি মিশুককে চাপা দেয়। এসময় মিশুক চালক সিরাজুল গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে প্রথমে খানপুর হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মৃত সিরাজুলের মেয়ের জামাই মকবুল হোসেন জানান, তাদের বাড়ি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার মোল্লাপাড়া গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জ ফতুল্লার মাজদাইল এলাকায় থাকতেন তার শ্বশুর সিরাজুল। মিশুক চালিয়েই জীবন নির্বাহ করতেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ সিরাজুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন >> আগুন নেভাতে যাওয়ার পথে চলন্ত গাড়িতে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

                       সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মী ও রিকশাচালক নিহত

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।