নরসিংদী: নরসিংদীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
রোববার (২৩ জুলাই) সকালে নরসিংদী সদর থানার জেলখানার মোড় ও সোমবার (২৪ জুলাই) সকালে শিবপুর ইটাখোলা এলাকায় পৃথক দুইটি অভিযানে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন।
আটকরা হলেন- কুমিল্লা জেলার বুড়িচং থানার রাজপুর এলাকার আব্দুল মালেকের ছেলে আলামিন মিয়া (২৪) এবং কক্সবাজার জেলার উখিয়া থানার তুতুরবিল এলাকার মীর আহমেদের ছেলে আবুল বাশার (৪৮)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে শিবপুরের ইটাখোলা এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যান চালক আলামিন মিয়াকে ৩০ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ সময় তার কাছে থাকা পিকআপটি জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে ডিএমপি পল্টন থানায় একটি মাদক মামলা রয়েছে।
অন্যদিকে রোববার গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার জেলখানার মোড় এলাকায় আবুল বাশারকে ৩ হাজার ৫০০ ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার কাছে থাকা মোটরসাইকেলটি জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
জেএইচ