ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (৫৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সাথী আক্তার (৩৩) নামে আরেক আরোহী।

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

আহত সাথীর বাবা মতিন ঢালি জানান, তারা থাকেন মাতুয়াইল মুসলিমনগর এলাকায়। গৃহিণী সাথীর স্বামী মো. শাহজালাল সৌদি আরব প্রবাসী। সাথীর মেয়ে উম্মে হাবিবা অসুস্থ। তাকে চিকিৎসার জন্য ভারত নিয়ে যাবার প্রস্তুতি নিচ্ছিল সাথী। সেজন্য হাবিবার পাসপোর্ট করা হয়। জসিমের মোটরসাইকেলে করে শনির আখড়ায় যাচ্ছিল সেই পাসপোর্ট আনতে। পথে রায়েরবাগ বাসস্ট্যান্ডের পাশে একটি বাস তাদের মোটরসাইকেলটিতে ধাক্কা দেয় বলে তারা জানতে পারেন। বাসটির ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জসিমের।

স্বজনরা জানান, খবর পেয়ে গুরুতর আহত সাথীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মাথায় আঘাত রয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম জানান, বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিহত জসিম জমির ব্যবসা করতেন বলে জানা গেছে। থাকতেন মুসলিম নগরে নিজের বাড়িতে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।