ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

সাংবাদিকের ওপর হামলা, বাবা-ছেলে আটক

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
সাংবাদিকের ওপর হামলা, বাবা-ছেলে আটক

ব্রাহ্মণবাড়িয়া: কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি বিশ্বজিৎ পাল বাবুর ওপর হামলার ঘটনায় দু’জনকে শুক্রবার (২৮ জুলাই) রাতে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি ক্লিনিকে হামলা হয় সাংবাদিক বিশ্বজিৎ পালের ওপর।

আটকরা হলেন- সুমন ভূঁইয়া ও তার বাবা মাহফুজ ভূঁইয়া। তাদের বাড়ি পৌর এলাকার দেবগামে।

ওই ঘটনায় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আশিষ সাহা পাঁচজনের নামসহ ২০-২৫ জনকে অজ্ঞাতনামা দিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

দু’জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর জড়িতদের গ্রেপ্তারে পুলিশের তিনটি টহলদল বের হয়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাতেই দু’জনকে আটক করা হয়। লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি দ্রুত বিচার আইনের মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।