ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঢামেক চত্বরে মিলল যুবকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
ঢামেক চত্বরে মিলল যুবকের মরদেহ

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫।

শুক্রবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ২ নম্বর ভবনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আলী জানান, ওই যুবক ভবঘুরে ও মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। হাসপাতালের আশপাশেই ঘোরাফেরা করতেন তিনি।

আজ সকালে হাসপাতালের ২ নম্বর ভবনের সামনে সিঁড়ির পাশে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় কর্তৃপক্ষ। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
এজেডএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।