ঢাকা: সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রাক্তন সভাপতি পান্না কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পান্না কায়সারের মৃত্যুতে আলাদা শোক বার্তা দেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য হিসেবে পান্না কায়সারের অবদান জাতি চিরদিন স্মরণ করবে।
শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
পান্না কায়সার প্রখ্যাত সাংবাদিক-সাহিত্যিক শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী ও অভিনেত্রী শমী কায়সারের মা।
শুক্রবার (৪ আগস্ট) সকাল ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পান্না কায়সার মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
এমইউএম/আরবি