ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

শাহজালালে ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
শাহজালালে ইয়াবাসহ আটক ১

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযান চালিয়ে ২ হাজার ৪০০ ইয়াবাসহ ধ্রুব দাশ (২৫) নামে এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (৪ আগস্ট) সকালে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।

ধ্রুবের বাড়ি কক্সবাজারের টেকনাফ থানায়।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে এপিবিএন ও ডিএনসির যৌথ অভিযানিক দল বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের সামনে সকাল থেকেই অবস্থান করছিল। বেলা ১১টার দিকে ধ্রুবকে ১ নম্বর টার্মিনালের সামনে অপ্রস্তুত ও সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা দেখতে পায় অভিযানিক দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধ্রুব মাদক বহনের কথা অস্বীকার করলেও পরে তার কাছে ইয়াবা আছে বলে স্বীকার করেন। এক পর্যায়ে নীল রঙের একটি ব্যাগ থেকে ইয়াবা বের করে দেন তিনি। পরে গণনার পর দেখা যায় সেখানে ২ হাজার ৪০০ ইয়াবা।

জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। তার নামে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
এমকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।