ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

সড়কে পাথরের স্তূপে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
সড়কে পাথরের স্তূপে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ১

সিলেট: সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলার মহাসড়কে পাথর ফেলে রাখায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (৪ আগস্ট) ভোরে উপজেলার পশ্চিম চেচানে হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত শামছুর রহমান (৭০) জামালগঞ্জ উপজেলার বেহলী আলীপুর গ্রামের বাসিন্দা। তিনি অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে সড়কের চেচান এলাকার রাস্তাজুড়ে পাথর ফেলে রাখা হয়েছিল। এ কারণে ভোরে সিলেটগামী একটি অ্যাম্বুলেন্স ও সুনামগঞ্জগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হন ৪ ব্যক্তি।

সুনামগঞ্জের জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল কবির এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ আগস্ট ৪, ২০২৩
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।