ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

২২ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
২২ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মুর্শিদকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৪) সদস্যরা।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) রাতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মুর্শিদ জেলার সদর উপজেলার ভাস্করখিলা এলাকার আবু জাহেদের ছেলে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০০ সালের ২৬ অক্টোবর কিশোরগঞ্জ মডেল থানায় মুর্শিদের নামে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। এ মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। এরপর আসামি মুর্শিদ আত্মগোপনে চলে যান। এক পর্যায়ে তিনি দেশ থেকে পালিয়ে বিদেশে চলে যান।

এতে আরও জানানো হয়, অনেক দিন বিদেশে থাকার পর কয়েক মাস আগে দেশে ফিরে গ্রেপ্তার এড়াতে তিনি আবারও আত্মগোপনে চলে যান। তবে তাকে গ্রেপ্তার করতে নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী করে তার অবস্থান শনাক্ত করে র‌্যাব। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (০৩ আগস্ট) রাত ১১টার দিকে জেলার সদর উপজেলার মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মুর্শিদকে গ্রেপ্তার করা হয়।  

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি এম এম সবুজ রানা জানান, গ্রেপ্তারের পর আসামি মুর্শিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।