ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

থানচি ঝুঁকিপূর্ণ, ভ্রমণ না করতে পরামর্শ প্রশাসনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
থানচি ঝুঁকিপূর্ণ, ভ্রমণ না করতে পরামর্শ প্রশাসনের

বান্দরবান: কয়েক দিনের টানা বর্ষণে সাঙ্গু নদীর পানির প্রবাহ বেড়েছে। তা ছাড়া রেমাক্রি ও তিন্দু থেকে ধেয়ে আসছে প্রচুর পানি।

এ অবস্থায় বান্দরবানের থানচি উপজেলা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই উপজেলার দুর্গম দুটি ইউনিয়নে পর্যটক ভ্রমণে নিরুৎসাহ করছে প্রশাসন।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বলেন, প্রতি বর্ষা মৌসুমে উপজেলার দুর্গম তিন্দু ও রেমাক্রি ইউনিয়নে নৌ-পথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায়। চলতি বর্ষায়ও এ নৌ-পথে পর্যটকদের চলাচল ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় সাময়িকভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক ও সাঙ্গু নদীর পানির প্রবাহ কমে না যাওয়া পর্যন্ত সব নৌ-পথের চলাচল ও পর্যটকদের জন্য এ সতর্ক বার্তা জারি থাকবে।

কয়েক দিনের টানা বর্ষণ ও বিশেষ করে গত বৃহস্পতিবার (৩ আগস্ট) থেকে বান্দরবানে ভারী বৃষ্টির কারণে সাঙ্গু নদীর পানির প্রবাহ বেড়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, এ দুটি কারণে রেমাক্রি ও তিন্দু থেকে ধেয়ে আসছে প্রচুর পানি। তিন্দুর বড় পাথর এলাকায় ভারী বৃষ্টিতে বন্যার আশঙ্কায় নৌ-চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা জানান, সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়া ও বিভিন্ন জায়গায় পাহাড় ধসের আশংকা থাকায় থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে সাময়িকভাবে নিরুৎসাহিত করা হয়েছে। সেই সাথে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে থাকার অনুরোধ করা হচ্ছে। প্রতিদিন অসংখ্য পর্যটক থানচি সদরে বেড়াতে আসেন। তারা নদীপথে তিন্দু, রেমাক্রি, বড়মদকসহ বিভিন্ন দর্শনীয় স্থানে বেড়াতে যান। গত কয়েকদিন বৃষ্টি বেশি হওয়ায় নদীতে পানি বেড়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই মূলত আমরা সবাইকে নৌ-পথে চলাচল করতে নিরুৎসাহিত করছি।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।