ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাঙামাটি বেড়েছে বৃষ্টিপাত, পাহাড় ধসের শঙ্কায় সচেতনতামূলক প্রচারণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
রাঙামাটি বেড়েছে বৃষ্টিপাত, পাহাড় ধসের শঙ্কায় সচেতনতামূলক প্রচারণা

রাঙামাটি: দেশের অন্যান্য স্থানের মতো রাঙামাটিতেও বেড়েছে বৃষ্টিপাত। এতে পাহাড় ধসের শঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরতদের সতর্ক থাকা এবং প্রবল বর্ষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

শুক্রবার (০৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের নেতৃত্বে একটি দল জেলা শহরের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন। এ সময় এসব এলাকায় বসবাসরত জনগণকে সচেতন করা হয়।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, যেহেতু দেশে এখন বর্ষাকাল চলছে। তাই বৃষ্টি হলে পাহাড় ধসের শঙ্কা থাকে। অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সব প্রকার ক্ষয়ক্ষতি এড়াতে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মূলত পাহাড়ের পাদদেশে বসবাসরতদের জীবন-মাল রক্ষার্থে প্রবল বর্ষণের সময় তাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিনসহ স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।