ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

চকরিয়ায় বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, আগস্ট ৭, ২০২৩
চকরিয়ায় বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মোবারক (২৭) নামের এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও চারজন যাত্রী আহত হন।

রোববার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার জিদ্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মোবারক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামের জালাল আহমদের ছেলে। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, ইজিবাইক করে কয়েকজন যাত্রী চিরিংগা স্টেশন থেকে জিদ্দাবাজারের দিকে যাচ্ছিল। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাস জিদ্দাবাজার পৌঁছালে বাসটি ইজিবাইককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোবারক নিহত হন। এসময় ইজিবাইকে থাকা আরও চারজন যাত্রী আহত হন। পরে আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ইজিবাইক জব্দ করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
এসবি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।