ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
আড়াইহাজারে পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ইয়াসিন (৯) নামে এক মাদরাসাছাত্রের।

সোমবার (৭ আগস্ট) বিকেলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইয়াসিন উপজেলার গোপালদী পৌরসভার বেলাকান্দী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

এর আগে সকালে বাড়ির কাছেই মাদরাসায় যাওয়ার পথে বাড়ির পাশে বিশাল গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে ডুবে যায় ইয়াসিন। পরে দুপুরে মাদরাসায় খোঁজ নিয়ে জানা যায় সে সেখানে যায়নি। পরে তাকে খোঁজ করে বিকেলে পাওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক সুমন দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।