ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
লালমনিরহাটে ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত

লালমনিরহাট: লালমনিরহাটে ট্রাকচাপায় অয়ন চন্দ্র রায় (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অয়ন ওই উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কাশিনাথ ঝাড় গ্রামের সচিন চন্দ্রের ছেলে। সে ফকিরের তকেয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্কুলের ক্লাস শেষে করে বাড়ি ফিরছিল স্কুলছাত্র অয়ন চন্দ্র রায়। পরে কুড়িগ্রাম রংপুর মহাসড়ক পার হওয়ার সময় রংপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই অয়নের মৃত্যু হয়। এরপর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটকে রেখে পুলিশে দেন।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।