মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামে বজ্রপাতে জাব্বারুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ আগষ্ট) বেলা সাড়ে ৪টার দিকে বাথানপাড়া মাঠে এ ঘটনা ঘটে।
নিহত জাব্বারুল গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামের আব্দাল হকের ছেলে।
স্থানীয়রা জানান, কৃষক জাব্বারুল ইসলাম বাথানপাড়া মাঠে ধান লাগিয়ে বাড়ি ফিরছিলেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে তিনি আহত হন। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আশিকুজ্জামান জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এমজেএফ