ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কেমিকেল লুকিয়েও হাতেনাতে ধরা কলা ব্যবসায়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
কেমিকেল লুকিয়েও হাতেনাতে ধরা কলা ব্যবসায়ী

চাঁদপুর: নিয়মিত কলা পাকাতে কেমিকেল (প্রোমোট-ইথিলিন) ব্যবহার করেন চাঁদপুর শহরের চৌধুরীঘাট এলাকার এক ব্যবসায়ী। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের টের পেয়ে কেমিকেল লুকানোর চেষ্টা করেন তিনি।

কিন্তু শেষ রক্ষা হয়নি।  

কেমিকেলসহ হাতেনাতে ধরা খেয়ে ২০ হাজার টাকা জরিমানা গুণতে হয়েছে ‘ভাই ভাই কলা আড়ত’ নামে প্রতিষ্ঠানমালিককে।  

রোববার (১৩ আগস্ট) বিকেলে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

তিনি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ শহরের পালবাজার, চৌধুরীঘাট, কয়লাঘাট ও মোলহেড এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। পাল বাজারের চৌধুরীঘাট এর অনেকগুলো  কলার দোকান তদারকি করা হয়। এসময় ‘ভাই ভাই কলা আড়ত’ প্রতিষ্ঠানে কাঁচা কলা পাকাতে কেমিকেল (প্রোমোট-ইথিলিন) ব্যবহার করতে দেখা যায়। দেখার সাথে সাথে দোকান মালিক তা লুকিয়ে রাখার চেষ্টা করেন। পরবর্তীতে ওই দোকানমালিককে হাতেনাতে ধরে ফেলা হয় এবং তিনি দোষ স্বীকার করেন।  

অভিযানে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম। ভোক্তার অর্থ, স্বার্থ, স্বাস্থ্য ও অধিকার রক্ষার্থে ভোক্তা অধিদপ্তরের এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।