ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

আ.লীগের সমাবেশে মিছিল নিয়ে সম্রাট 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, আগস্ট ২১, ২০২৩
আ.লীগের সমাবেশে মিছিল নিয়ে সম্রাট 

ঢাকা: ২১ আগস্ট উপলক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।  

সোমবার (২১ আগস্ট) ভয়াবহ গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে হাইকোর্ট মোড় থেকে কয়েক হাজার কর্মী নিয়ে যোগ দেন যুবলীগের বহিষ্কৃত এ নেতা।

মিছিলে থাকা যুবলীগের নামপ্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, সম্রাট ভাই কোন পদে নেই। তবে হৃদয়ে বঙ্গবন্ধু,বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন। তার আহবানে কয়েক হাজার বঙ্গবন্ধু প্রেমি জড়ো হয়েছেন। বঙ্গবন্ধুর সৈনিকেরা দলের যেকোনো বিপদে পাশে এসে দাঁড়ায়।

এর মাধ্যমে দীর্ঘদিন নীরব থাকার পর ইসমাইল চৌধুরী সম্রাট আওয়ামীলীগের কোন সভায় যোগ দিলেন। এর আগে গত বছরের ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ যোগ দিয়েছিলেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।  

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যুবলীগ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবলীগ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।