ঢাকা: গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আলোচিত জাহাঙ্গীর আলম হত্যা মামলার পলাতক চার আসামিকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাররা হলেন- মো. মতিয়ার রহমান কবিরাজ (৪৮), মো. লাল মিয়া কবিরাজ (৪৫), সিদ্দিক হোসেন (৩০) ও মোসা. জোসনা বেগম (৪০)।
সোমবার (২৮ আগস্ট) র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার রাতে সাড়ে ১১টার দিকে ঢাকা জেলার সাভার এলাকায় একটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় গ্রেপ্তারদের নামে ১৫ আগস্টের একটি হত্যা মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডেরর পর থেকে ঢাকার সাভারসহ বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।
গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এসজেএ/আরএইচ