ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা সদর উপজেলার বাজিতপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নজরুল ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

জানা গেছে, গোপন খবর পেয়ে দুপুরে বাজিতপুর গ্রামে অভিযান চালিয়ে নজরুলকে গ্রেপ্তার করে জেলা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাকিল খান। নজরুলের নামে মামলা নম্বর আদালতের পরোয়ানাভুক্ত জিআর ২১৪/১৭, এসটিসি ১৭০/১৭ রয়েছে।  

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এএসআই শাকিল খান জানান, মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি নজরুল দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলের দিকে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।