ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ভ্যানে ট্রলির ধাক্কা, চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
বাগেরহাটে ভ্যানে ট্রলির ধাক্কা, চালক নিহত

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে ভ্যানে ট্রলির ধাক্কায় মো. আজগর আলী হাওলাদার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় বিটু বালা নামে এক ভ্যানের যাত্রী গুরুতর আহত হন।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক আজগর আলী গোপালগঞ্জ জেলা সদরের নিসুপাড়া গোহাটি এলাকার আলী হাওলাদারের ছেলে। এছাড়া আহত বিটু বালা একই এলাকার বাসু বালার ছেলে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবরত রায় বাংলানিউজকে বলেন, ফলতিতা নামক স্থানে ট্রলি ও ভ্যানের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আজগর আলীর মৃত্যু হয়। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে ট্রলির চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।