ঢাকা: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভর ঢাকা সফরকালে দ্রুত ইউক্রেন সমস্যার শান্তিপূর্ণ সমাধান বের করার জন্য অনুরোধ করবে ঢাকা।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ তথ্য জানান।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সফররত মার্কিন রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে পররাষ্ট্রসচিব বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বিশ্বের যেসব জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিশেষ করে ইউক্রেন সংকটের পর থেকে, সেগুলো নিয়ে আলোচনা হবে। আমরা রাশিয়াকে অনুরোধ করতে পারি, দ্রুত যেন শান্তিপূর্ণ সমাধান বের করে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খাদ্য, সার ও ফুয়েলের মতো বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, আমাদের যে সমস্যা আছে আমরা তা তুলে ধরব।
পররাষ্ট্রসচিব জানান, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দ্বিপক্ষীয় বৈঠক আছে। প্রধানমন্ত্রীর সঙ্গে তার কল অন করবেন।
সূত্র জানায়, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকায় আসবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এটিই হবে রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। ঢাকা সফর শেষে ৮ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেবেন তিনি।
এর আগে গত বছরের নভেম্বরে ঢাকায় ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রীপর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের। কিন্তু শেষ মুহূর্তে তার ঢাকা সফর বাতিল করে মস্কো।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
টিআর/এএটি