ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিংড়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
সিংড়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নাটোর: নাটোরের সিংড়ায় বিএসটিআইয়ের অনুমোদনবিহীন, ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি ও বিক্রি করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন।


 এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিএসটিআই কার্যালয়ের ফিল্ড অফিসার শরিফ হোসেন প্রমুখ।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন বাংলানিউজকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিংড়া বাজারের শিপ্রা দধি ও মিষ্টান্ন ভাণ্ডারকে সাত হাজার টাকা, জননী দধি ও মিষ্টান্ন ভাণ্ডারকে এক হাজার টাকা, জয় দধি ও মিষ্টান্ন ভাণ্ডারকে দেড় হাজার টাকা, মাদরাসা মোড়ে খাদিজা কসমেটিকসকে পাঁচ হাজার টাকা ও রংধনু কসমেটিকসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তারা যেন না ঠকে সেজন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।