ঢাকা: রাজধানীর মুগদা মাণ্ডা এলাকায় মমতাজ বেগম মরনী (৫০) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে মাথায় আঘাতের পাশাপাশি
শ্বাসরোধে করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানান।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে সংবাদ পেয়ে দক্ষিণ মাণ্ডা মহিলা মেম্বার গলি এলাকার ১৩১০ বাড়ি থেকে মমতাজ বেগমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ এই তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেল মেরামতের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মমতাজের ছেলে সোহান (১৫) তার মাকে মাথায় আঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করে।
তিনি জানান, সোহান তার এক বন্ধুর মোটরসাইকেল চালাতো। সেই মোটরসাইকেল নষ্ট হলে ওয়ার্কশপে মেরামত করতে দেয়। মেরামতের বিল এসেছে সাড়ে তিন হাজার টাকা। এই টাকাই সোহান তার মায়ের কাছে চাওয়ার পর কথা কাটাকাটির একপর্যায়ে মমতাজ বেগমকে আঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করে।
নিহত মমতাজ বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা। স্বামী আব্দুল জলিল হাওলাদার ও তিন ছেলে সন্তানকে নিয়ে মুগদা মাণ্ডা এলাকায় থাকতো। সোহান তার ছোট সন্তান। ঘটনার পরপরই তাকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এজেডএস/এমএম