ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ইটভাটার ম্যানেজারকে অপহরণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
বান্দরবানে ইটভাটার ম্যানেজারকে অপহরণের অভিযোগ

বান্দরবান: বান্দরবানে মো. ইউসুফ নামে ইটভাটার এক ম্যানেজারকে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টায় বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্যামলং মাহাবুব ব্রাদার্সব্রিক ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত মো. ইউছুফ মাহাবুব ব্রাদার্স ব্রিক ফিল্ডের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

মাহাবুব ব্রাদার্স ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী মকসুদুল আলম বলেন, রাত ৯টায় ইটভাটায় একদল সশস্ত্র সন্ত্রাসী এসে ম্যানেজার মো. ইউছুফকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরবাইকে করে  কুহালং-বটতলী সড়কের সোনাইছড়ি লেকের দিকে  নিয়ে যায়। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

বান্দরবানের কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মার্মা শ্রমিকদের বরাত দিয়ে বলেন, প্রতিদিনের মতো সন্ধ্যার পর মাহাবুব ব্রাদার্স ব্রিক ফিল্ডের কয়েকজন শ্রমিক ক্যামলং পাড়ায় চায়ের দোকানে চা খেতে যায়, ফেরারপথে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৭-৮ জন সশস্ত্র সন্ত্রাসী একে একে সব শ্রমিককে অস্ত্রের মুখে রশি দিয়ে পিছমোড়া করে বেঁধে ফেলে এবং একপর্যায়ে ম্যানেজার ইউছুফকে মোটরবাইকে করে সোনাইছড়ি লেকের দিকে নিয়ে যায় বলে জানান তিনি।

এদিকে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুলইসলাম জানান, অপহরণের বিষয়ে এখনো পর্যন্ত কেউ পুলিশকে অভিযোগ করেনি, তবে এই বিষয়ে সংবাদ পেয়ে পুলিশ কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।