ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন সুস্থ আছেন। গত ২২ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি।
গত ২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বর্তমানে বাসায় আছেন মন্ত্রী।
বুধবার (০৬ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলানিউজকে তথ্য কর্মকর্তা বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন সুস্থ আছেন। তিনি বর্তমানে বাসায় রয়েছেন। গত ২২ আগস্ট ডেঙ্গু আক্রান্ত হলে ২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগে ভর্তি হন। চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে তিনি বাসায় ফিরেছেন।
দীপংকর বর আরও বলেন, কয়েকদিন আগে ব্লাড প্রেশার কমে যাওয়ায় মন্ত্রী আবার বিএসএমএমইউতে চিকিৎসা নিতে যান এবং আজ তিনি বাসায় ফিরে এসেছেন। বর্তমানে তিনি বাসায় সুস্থ রয়েছেন। আজ কিছু মিডিয়াতে যে নিউজটা দেখা যাচ্ছে, সেখানে তথ্যের ভুল রয়েছে।
তিনি বলেন, কিছু মিডিয়াতে বিএসএমএমইউ-এর ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বরাত দিয়ে যে নিউজটা দেখছেন, সেটা আগের তথ্য দিয়ে করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৩৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৩ হাজার ৪১৯ জন। মারা গেছেন ৬৪৬ জন। এরমধ্যে ঢাকার ৪৬৮ জন এবং ঢাকার বাইরের ১৭৮ জন।
এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে মোবাইল অ্যাপ চালু করছে স্বাস্থ্য বিভাগ। ‘ডেঙ্গু’ নামে ওই অ্যাপের মাধ্যমে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গু রোগীর ‘ফ্লুইড ম্যানেজমেন্ট’ করতে পারবেন। রোগীর কখন কী পরিমাণ ফ্লুইড প্রয়োজন, তা এই অ্যাপের মাধ্যমে জানা যাবে। এ ছাড়া কোন হাসপাতালে কত শয্যা ফাঁকা, তা জানতে পারবে সাধারণ মানুষ। অ্যাপটি প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৩
জিসিজি/এমজেএফ