ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বহুতল মার্কেটে পথশিশুর ঝুলন্ত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
বহুতল মার্কেটে পথশিশুর ঝুলন্ত মরদেহ

বরিশাল: বরিশাল নগরের ফজলুল হক এভিনিউয়ের সিটিপ্লাজার চতুর্থ তলা থেকে রিয়া মনি (১২) নামে এক পথশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৃত রিয়া মনি বরিশাল নগরের পলাশপুর এলাকার বসিন্দা সোহরাব হোসেন হাওলাদারের মেয়ে। তবে ফজলুল হক এভিনিউসহ আশপাশের ব্যবসায়ীরা রিয়াকে পথশিশু হিসেবেই জানতো। সে আরও কিছু পথশিশু-কিশোরদের সঙ্গে ওই এলাকায় ঘোরাঘুরি করতো।

বরিশাল মেট্রোপলিটন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসেন জানান, দুপুরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে সিটিপ্লাজা খ্যাত ওই বহুতল মার্কেটটির চতুর্থ তলার নির্মাণাধীন শেডের লোহার অ্যাঙ্গেলের সঙ্গে এক মেয়ের ঝুলন্ত মরদেহের খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে লোহার অ্যাঙ্গেলের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো রিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান পুলিশ সদস্যরা।

নিহত রিয়া মনির বড় বোন সালমা আক্তার জানান, তিন বোন রেখে মা মারা যাওয়ার পরে বাবা আর একটি বিয়ে করেন। এর পর থেকে রিয়া মনির স্থান হয় বরিশাল নদীবন্দর এলাকার পথশিশুদের সঙ্গে। মাঝেমধ্যে বাসায় এলেও দিন শেষে সে নদীবন্দর এলাকায় চলে যেত।  

সবশেষ মঙ্গলবার সন্ধ্যায়ও রিয়ার সাথে দেখা হয়েছে জানিয়ে বড় বোন সালমা বলেন, বুধবার দুপুরে পুলিশ ফোন দিয়ে রিয়ার মৃত্যুর খবর জানায়। কেন ও কী কারণে সে আত্মহত্যা করেছে, সেটা বুঝতে পারছি না।

স্থানীয়রা বলছেন, মৃত রিয়ার পা যেভাবে একটি পানির ট্যাংকির ওপর ভাঁজ করা ছিল, তা দেখে আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পা যদি মাটির ওপরে ঝুলে থাকতো তা হলে ধরে নেওয়া যেত রিয়া আত্মহত্যা করেছে, কিন্তু মরদেহ উদ্ধারের সময় যেভাবে পানির ট্যাংকির ওপর পা ভাঁজ করা ছিল, তাতে তো ট্যাংকির ওপর দাঁড়িয়ে রিয়া গলার ফাঁস খুলতে পারত।

স্থানীয় ও প্রতক্ষদর্শীদের ধারণা, রিয়াকে হত্যা করে হত্যাকারীরা মরদেহ ঝুলিয়ে রেখে গেছে।

সিটি প্লাজা মার্কেটের ব্যবসায়ীরা জানান, মার্কেটে প্রবেশে কোনো প্রতিবন্ধকতা বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় যে কেউ ছাদে উঠতে পারত। ছাদের এই জায়গাগুলো বেশির ভাগ সময় নির্জন থাকে। আর সন্ধ্যা হলেই রিয়াসহ আরও কয়েকটি ছেলে-মেয়ে মার্কেটের ছাদসহ আশপাশের এলাকায় আড্ডা দিত।  তারা বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবনও করতো ওই ছাদে বসেই। তবে দিনের বেলায় তাদের খুব কম দেখা যেত।

সিটি প্লাজা মার্কেটের ব্যবসায়ী মো. আফজাল হোসেন জানান, এদের সবাই পথশিশু হিসেবেই চিনত। মঙ্গলবার রাতেও ওই মেয়েকে কাকলীর মোড়সহ বিভিন্ন স্থানে দেখেছেন অনেকে।

রিয়ার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈর করা হয়েছে জানিয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় নয়তো বুধবার ভোরে তার মৃত্যু হয়েছে। মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানতে পারব।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৩
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।