ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
মোহাম্মদপুরে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে আজিজ মহল্লা এলাকায় আকাশ (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূঁইয়া।

তিনি জানান, সকালের দিকে মোহাম্মদপুরের আজিজ মহল্লা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের জন্য মাটি ভরাটের কাজের দায়িত্বে থাকা লোকজন আহত আকাশকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়। আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে মোহাম্মদপুরের টিক্কা পাড়ার বাসায় নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

তবে পরিবারের কাছে আকাশকে হস্তান্তর করার সময় ওই নির্মাণাধীন ভবন তৈরির জন্য মাটি ভরাটের দায়িত্বে থাকা লোকজন বলেছিলেন, আকাশ চুরি করতে সেখানে যায়।

ওসি আরও বলেন, সংবাদ পেয়ে পুলিশের টিমসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। নিহত আকাশের শরীরে আঘাতের চিহ্ন আছে। পরিবারের সঙ্গে মোহাম্মদপুর টিক্কা পাড়া এলাকায় থাকতো সে। তার বাবার নাম রহমত আলী।

মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই করকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।