ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

‘মা হলেন পাগলি বাবা হয়নি কেউ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
‘মা হলেন পাগলি বাবা হয়নি কেউ’

খুলনা: সন্তানসম্ভবা এক পাগলির প্রসব বেদনার গগণবিদারী চিৎকার ভারি করে তুলছিল খুলনা রেলস্টেশন এলাকা। কিছু মানবিক মানুষ তাকে পার্শ্ববর্তী রেলওয়ে হাসপাতালে নিয়ে যান।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিয়ে ওই পাগলি একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন।

পাগলি ছেলে সন্তানের মা হয়েছে ঠিকই কিন্তু পৃথিবীর আলো দেখা এই ফুটফুটে শিশুর বাবা কে এটাই এখন সবার প্রশ্ন। মা ও নবজাতক শিশুটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মানবিক সংগঠন খুলনা ফুড ও ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সালেহ উদ্দিন সবুজ বাংলানিউজকে বলেন, মানসিক ভারসাম্যহীন ওই নারীর প্রসববেদনায় ছটফট করতে থাকলে স্থানীয় লোকজন তাকে খুলনা রেলস্টেশন হাসপাতালে নিয়ে আসেন। ডা. লায়লা ইয়াসমিনের তত্ত্বাবধায়নে সকালে নরমালে একটি ছেলে সন্তানের জন্ম হয়।  

বিষয়টি ডা. লায়লা ইয়াসমিনের স্বামী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. আবু বকর সিদ্দিক আমাকে জানান। ডা. লায়লা ইয়াসমিন বাচ্চাটিকে আমাদের কাছে দিলে আমরা আমাদের অ্যাম্বুলেন্সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে তারা সেখানে রয়েছেন।

তিনি আরও বলেন, মানসিক ভারসাম্যহীন ওই নারীর বয়স আনুমানিক ২৮ বছর হবে। তিনি কোনো কথাই বলেন না। অনেক চেষ্টা করেও কিছুই জানতে পারিনি। বাচ্চা ও মায়ের সার্বক্ষণিক পাশে আছে খুলনা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা। যেহেতু মা একেবারে মানসিক ভারসাম্যহীন তাই যথাযথ আইন-কানুন মেনে বাচ্চাটিকে দত্তক দেওয়ার চেষ্টা করছি আমরা। আগ্রহীরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে পারেন- ০১৯১১৫০৯৮৯৮ ও ০১৯৬৯৭৯৩৮৭৬ এই নাম্বারে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।