ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ছাত্র আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ছাত্র আহত

ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র শামসুর রহমান (২০) আহত হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ধানমন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। শামসুর পরিবারের সঙ্গে মিরপুর ২ নম্বরের কাঁঠালতলা পানির পাম্প সংলগ্ন এলাকায় একটি বাসায় থাকেন। তার বাবার নাম সরোয়ার।

আহত শামসুরের মা শামসুন্নাহার জানান, তার ছেলে আশুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পাবলিক হেলথ বিভাগের প্রথম বর্ষের ছাত্র। ধানমন্ডি সিটি কলেজ এলাকায় তিনি কম্পিউটারের কোর্স করেন। সেখান থেকে বাসায় ফেরার পথে ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকায় তাকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায়। আহত অবস্থায় এক রিকশাচালক তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে খবর পেয়ে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, শামসুর রহমানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৩
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।